করোনা নিয়ন্ত্রণে ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন রাখতে আশপাশের ৭ জেলায় চলছে কঠোর বিধিনিষেধ
- আপডেট সময় : ০৫:৩৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন রাখতে আশপাশের ৭ জেলায় চলছে কঠোর বিধিনিষেধ। বন্ধ রয়েছে দূরপাল্লার যান এবং ফেরি চলাচল। ফলে বহুমুখী ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিধিনিষেধ কার্যকরে তৎপর দেখা যায় আইন শৃংখলাবাহিনীকে।
করোনার সংক্রমণ থেকে রাজধানীকে বিচ্ছিন্ন রাখতে পাশের সাত জেলায় মঙ্গলবার ভোর থেকে শুরু হয়েছে নতুন বিধি-নিষেধ। ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে নারায়ণঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও গোপালগঞ্জ থেকে সব ধরনের যাতায়াত বন্ধ রাখা হয়েছে। এসব জেলায় আগামী ৩০ জুন পর্যন্ত কঠোর বিধি-নিষেধ মেনে চলতে হবে। সড়ক, নৌ ও রেলপথে সব ধরনের যান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। তবে পণ্যবাহী ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলাচল বিধি-নিষেধের বাইরে থাকবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বন্ধ রয়েছে ঢাকাগামী যাত্রীবাহী যান চলাচল। মঙ্গলবার সকাল থেকে জেলার মিয়ার বাজার, কাঠেরপুল, দাউদকান্দিসহ বেশ কয়েকটি জায়গায় চেকপোস্ট বসিয়েছে হাইওয়ে পুলিশ। কড়াকড়িতে ভোগান্তিতে পড়েছেন অনেকে।কম দূরত্বে দ্বিগুন ভাড়ায় কিছু যানবাহন চলছে। তবে, বেশিরাভাগ মানুষই হেঁটে গিয়েছে কর্মস্থলে।
মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে যাত্রীবাহী যানবাহন পারাপার হয়েছে। দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা এসব যানবাহন যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা হয়। ঘাট সংশ্লিষ্টরা বলছেন, সোমবার রাতে রওনা হওয়া বাসগুলো ভোরে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে এসে আটকা পড়ে। যাত্রীদের ভোগান্তির কথা ভেবে যানবাহন পারাপার করা হয়। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে দৌলতদিয়া প্রান্ত থেকে ১০-১২টি যাত্রীবাহী বাস নিয়ে একটি ফেরি পাটুরিয়ার চার নম্বর ঘাটে আসে। ফেরিতে বাসের যাত্রী ছাড়াও তিন শতাধিক লোক ছিলো।