করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশকে বিশেষজ্ঞ সহায়তা দেবে বেইজিং
- আপডেট সময় : ১১:০৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস নিয়ন্ত্রণে বাংলাদেশকে বিশেষজ্ঞ সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছে বেইজিং। বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং টেলিফোন করে এ প্রস্তাব দেন।
চীনের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে বাংলাদেশের সর্বশেষ করোনা পরিস্থিতি সম্পর্কে জানতে চান। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, চীনের প্রেসিডেন্ট করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাতে প্রস্তাব দিয়েছে। প্রায় ২৫ মিনিটের টেলিফোন আলাপে বাংলাদেশের উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান চীনা প্রেসিডেন্ট। তিনি বলেন, চীন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সবসময় পাশে রয়েছে এবং দেশটিকে আন্তর্জাতিক ফোরামেও সহযোগিতার প্রতিশ্রুতি দেন। জিনপিং বলেন, বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক উন্নয়নেও চীনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। প্রেস সচিব বলেন, বাংলাদেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে সহানুভূতি প্রকাশের জন্য প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। করোনা ভাইরাস পরিস্থিতির বিরুদ্ধে একযোগে লড়াই চালিয়ে যাওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তার আহ্বানও পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা। করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য মেডিক্যাল সামগ্রী ও অন্য দ্রব্যাদি পাঠানোয় উভয় নেতাই পরস্পরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলে জানান প্রেস সচিব।