করোনা নিয়ন্ত্রণে ৩১ আগষ্ট পর্যন্ত বহাল থাকবে বিধি-নিষেধ
- আপডেট সময় : ০৭:১৬:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় ৩১ আগস্ট পর্যন্ত এখনকার মতোই বিধিনিষেধের মধ্যে চলবে অফিস। জনসাধারণও চলাচল করবে এই বিধিনিষেধের মধ্যে। তবে হাটবাজার, দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়িয়ে রাত আটটা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতোদিন দোকানপাট সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যেত।
বিধিনিষেধের বিষয়ে সোমবার আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, কোভিড-১৯ বিস্তার রোধ ও পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে দেশের সার্বিক কার্যাবলি ও জনসাধারণের চলাচলে নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত হয়েছে। সর্বশেষ ৩ আগস্ট পর্যন্ত এই বিধিনিষেধ ছিল। নতুন আদেশ অনুযায়ী, রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ছাড়া বাসস্থানের বাইরে যাওয়া যাবে না। বাসস্থানের বাইরে সব সময় মাস্ক পরা, পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় আইন অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।