করোনা নিয়ন্ত্রণ আছে বলেই পদ্মা সেতু সমাপ্ত হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা নিয়ন্ত্রণ আছে বলেই পদ্মা সেতু সমাপ্ত হচ্ছে। শেখ হাসিনার নের্তৃত্বে করোনা নিয়ন্ত্র করে পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছি আমরা।
বিকালে জেলার সাটুরিয়া উপজেলার স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪টি উন্নয়ন মূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গে তারা শায়খ আব্দুর রহমান সৃষ্টি কারী গোষ্টি, গ্রেনেড হামলা করেছে। স্বাধীনতা যুদ্ধে মা বোনদের ইজ্জত হরণ করেছে। বিশ্ব খাদ্য সংস্থা আশংকা করছেন , এই করোনায় সামনের বছরে বিশ্বর ২ শত কোটি মানুষ খাবারের অভাবে পড়তে পারে। কিন্তু বাংলাদেশে ইনশাআল্লাহ খাবারের অভাবে পড়বে না। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টুসহ অন্যরা।