করোনা পরিস্থিতিতে আগামীকাল সারাদেশে ভিন্নমাত্রায় উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর
- আপডেট সময় : ০৫:১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতিতে আগামীকাল সারাদেশে ভিন্নমাত্রায় উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। কিন্তু তার আগেই সৌদী আরবের সাথে মিল রেখে আজ বরিশাল, দিনাজপুর, জামালপুর, মৌলভীবাজার, পাবনা, চাঁদপুর ও মাদারীপুরের কিছু গ্রামে ঈদ-উল-ফিতর পালিত হচ্ছে।
বরিশালের ৬টি উপজেলার কয়েকটি গ্রামে বিচ্ছিন্নভাবে পবিত্র ঈদ-উল ফিতর পালিত হচ্ছে। চট্টগ্রামের চন্দনাইশ শাহসুফি দরবার শরিফ, সাতকানিয়া মির্জাখালী দরবার শরিফ এবং আহমাদিয়া জামাত অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সাথে মিল রেখে এভাবে ঈদ উদযাপন করছেন। বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ২০ গ্রামের প্রায় ২ হাজার অনুসারীসহ জেলার হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, বাকেরগঞ্জের সুন্দরকাঠী ও মহানগরীসহ সদর উপজেলার প্রায় ৫ হাজার অনুসারী এবারও একদিন আগে ঈদ উদযাপন করছে। এদিকে, বরিশাল নগরীর ২৩নং ওয়ার্ডের তাজকাঠি, জিয়া সড়ক, টিয়াখালী, সিকদার বাড়িসহ সদর উপজেলার সাহেবের হাট এলাকায় সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
দিনাজপুরের সদর, চিরির বন্দর, পার্বতীপুর ও কাহারোল উপজেলার কিছু এলাকায় আজ ঈদুল ফিতর উদযাপন করছে প্রায় ২ হাজার পরিবার। তবে এসময় মানা হয়নি করোনার স্বাস্থ্যবিধি। সকাল সাড়ে ৮টায় দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ঈদের জামাতে প্রায় দু’শ’ মুসল্লী অংশ নেন।
জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ১০ গ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টায় পৌর এলাকার বলারদিয়ায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজারের কয়েকটি স্থানে ঈদুল ফিতরের নামাজ হয়েছে। সকাল সাড়ে ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা বাসার ছাদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাযে নারী ও পুরুষরা অংশ নেন। তাছাড়া জেলার শ্রীমঙ্গল, বড়লেখা, কুলাউড়া ও কমলগঞ্জের কয়েকটি গ্রামে আলাদাভাবে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
পাবনার সুজানগর উপজেলার বদনপুর গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের বদনপুর গ্রামের প্রায় ৪০টি পরিবার ঈদ উদযাপন করছে। সকাল ১০টায় বদনপুর নকিবীয়া দরবার শরীফে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
মাদারীপুরের ৪০ গ্রামে একদিন আগেই ঈদ উদযাপন হচ্ছে। সুরেশ্বরীর প্রায় ৩০ হাজার ভক্ত-অনুসারী মাদারীপুরের ৪০ গ্রামে ঈদুল ফিতর উদযাপন করছে। করোনা ভাইরাস সংক্রমনের কারণে এলাকার দুটি মসজিদে সকাল ১০টায় একই সাথে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।