করোনা পরিস্থিতিতে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় দীর্ঘ হচ্ছে বিচার প্রক্রিয়া
- আপডেট সময় : ০১:৪৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতিতে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় দীর্ঘ হচ্ছে বিচার প্রক্রিয়া। এমন বাস্তবতায় জামিনযোগ্য আসামীদের আইনী সহযোগিতা দিতে সীমিত পরিসরে আদালত চালু নিয়ে চলছে আলোচনা। আইনজীবী নেতারা বলছেন, আদালত প্রাঙ্গণে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া যেতে পারে।
করোনায় সবকিছুই প্রায় অচল। এর প্রভাব পড়েছে আদালত পাড়াতেও। এ কারণে ২৬ মার্চ থেকে দেশের সকল আদালতে চলছে ছুটি। কিন্তু এই দীর্ঘ ছুটিতে আটকা পড়েছেন জামিনযোগ্য আসামীরাও। এছাড়া, জামিনযোগ্য বিভিন্ন মামলায় প্রতিদিনই আসামীদের পাঠানো হচ্ছে কারাগারে। ফলে ছোটখাটো মামলাতেও হাজতবাস করতে হচ্ছে দীর্ঘদিন।
বার সমিতির নেতারা জানিয়েছেন, আদালত চালুর প্রশ্নে দ্বিধাবিভক্ত মত রয়েছে আইনজীবীদের মধ্যেও। আর আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বার কাউন্সিলের নেতারা বলছেন, আদালত চালুর সিদ্ধান্ত নিলে করোনা সংক্রমণের ঝুঁকিতে পড়তে পারে বিচারকসহ এ কাজে জড়িতরা।
এদিকে, মার্চ মাসে নগরীতে বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছে প্রায় সাড়ে ৭শ’ আসামী। এদের মধ্যে ৩৩৮জনই জামিনযোগ্য মামলায় গ্রেফতার। আর চলতি মাসের গেল রোববার পর্যন্ত এ সংখ্যা দুশোর ওপরে। মেট্রোপলিটন কোর্ট পরিদর্শকের তথ্যমতে, গেল দু’মাসে প্রায় আড়াই হাজার আসামীকে পাঠানো হয়েছে কারাগারে।