করোনা পরিস্থিতির মাঝে খুলেছে বেশ কিছু মার্কেটসহ দোকানপাট
- আপডেট সময় : ০৮:৪২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
রাজধানীর বেশিরভাগ বড় মার্কেট ও শপিংমল বন্ধ থাকলেও করোনা পরিস্থিতির মাঝে খুলেছে বেশ কিছু মার্কেটসহ দোকানপাট। প্রশাসন ও মালিক সমিতির নির্দেশনা থাকলেও, বেশিরভাগ দোকানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। আর ক্রেতারা মানছেন না শারীরিক দূরত্ব। খুলে দেয়া শপিংমল ও মার্কেটের সামনে মানুষের ভিড় থাকলেও শুরু হয়নি তেমন কেনাকাটা। বসুন্ধরা সিটি শপিং মল, যমুনা ফিউচার পার্ক ও নিউমার্কেটসহ নগরীর বেশ কয়েকটি বিপনী বিতান ঈদের আগে খুলছে না। বন্ধ থাকছে সোনার দোকান ।
দেশে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত রাজধানী ঢাকায় । এমন পরিস্থিতিতে সীমিত পরিসনে গার্মেন্টসহ কলকারখানা খুলে দেয়ায় নগরীর রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে। গণপরিবহন ছাড়া সব ধরনের যানবাহ চলাচল করছে। অনেক জায়গায় সৃষ্টি হচ্ছে যানজটের। শারীরিক দূরত্বও মানছে না নগরবাসী।
এই অবস্থায়, দেড় মাস বন্ধ থাকার পর, খুলছে রাজধানীর বেশ কিছু মার্কেট শপিংমল ও দোকানপাট। তবে নির্দেশনা থাকলেও বেশিরভাগ দোকানেই মান হচ্ছে না স্বাস্থ্যবিধি।
নিউ সুপার মার্কেট ও ঢাকার এলিফ্যান্ট রোডের কিছু মার্কেট ও দোকান খুলেছে। পুরান ঢাকার কাপড়ের বাজার-ইসলামপুর, উর্দু রোডের দোকানপাট ও চকবাজারের বিভিন্ন পণ্যের দোকানও খুলেছে।
দোকান কর্মচারীরা জানান, করোনা ভীতি নিয়েই তারা কাজে যোগ দিয়েছেন। অনেকেরই নেই মুখের মাস্কসহ কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা।
প্রথম দিনে বেশিরভাগ মার্কেট ও দোকানে ছিল না তেমন ক্রেতা উপস্থিতি। যারা আসছে তারা বলছেন, ঈদকে সামনে রেখে পরিবারের ছোট সদস্যদের জন্য কেনাকাটা করতে এসেছেন।
সারাদেশে অধিকাংশ দোকানপাট খুলেনি জানিয়ে, ভার্চুয়াল বার্তায় বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন বলেছেন, স্বাস্থ্য বিধি মেনেই সবাইকে দোকান সচল রাখতে হবে।
বসুন্ধরা সিটি শপিং মল, যমুনা ফিউচার পার্ক, নিউমার্কেটসহ বড় বড় শপিংমল ও মার্কেট বন্ধ রয়েছে।