করোনা পরিস্থিতি নিয়ে সত্য তথ্য প্রকাশ করায় গণমাধ্যমকর্মীদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতি নিয়ে সত্য তথ্য প্রকাশ করায় গণমাধ্যমকর্মীদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডিজিটাল নিরাপত্তার আইনে গ্রেফতার সব বন্দিদের মুক্তির পাশাপাশি এ আইন বাতিলের দাবি জানান তিনি। রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরো বলেন, দেশে মানুষের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার নেই।
রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সম-সমায়ীক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব।
তিনি অভিযোগ করে বলেন, রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্নের নামে সরকার প্রজ্ঞাপন জারি করে জনগনের মতপ্রকাশের অধিকার হরণ করছে।
করোনা সংকট নিরসনে জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন তিনি। করোনা পরিস্থিতিতে স্পর্শকাতন মামলা পরিচালনা ছাড়া অন্য মামলা সক্রিয় না করার আহবান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।