করোনা পরিস্থিতি মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত করার আহ্বান :প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১২:৫১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় স্থিতিশীল ও টেকসই ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণ, ধারণা ও উদ্ভাবনের ক্ষেত্রে যুবকদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দু’দিন-ব্যাপী ‘ঢাকা-ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০’ এর অনুষ্ঠান ভার্চুয়ালি উদ্বোধনকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী । বিশ্বে করোনা ভাইরাসে সোমবার পর্যন্ত ৬ লাখ ৫২ হাজার ৬০৪ জন মৃত্যুবরণ করেছে উল্লেখ করে শেখ হাসিনা এই মহামারি কবল থেকে মানবতার মৌলিক অস্তিত্ব রক্ষায় বিশ্বব্যাপী আরো সহযোগিতারও আহ্বান জানান। একইসাথে তিনি ‘সমতা ও সমৃদ্ধি : একটি স্থিতিশীল ভবিষ্যতের জন্য’ এই শিরোনামে দু’দিন ব্যাপী ‘রেসিলেন্ট যুব নেতৃত্ব শীর্ষ সম্মেলনও উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী মহামারি পরবর্তী ‘বৈশ্বিক অর্থনৈতিক শৃঙ্খলা পুনর্গঠনের জন্য তিনটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তিনি বলেন, কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতি বৈশ্বিক অর্থনীতিতে আমূল পরিবর্তন আনতে পারে। সুরক্ষাবাদের নামে বাণিজ্যিক ক্ষেত্রে আরও নিয়ন্ত্রণ, অভিবাসন ও ভিসা নীতিমালায় আরো কঠোর হতে পারে। তিনি এ মহামারি মোকাবিলার জন্য পারস্পারিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।