করোনা প্রতিরোধে ঠেকানো যাচ্ছে না রাজধানীতে যানবাহন ও জনসাধারনের চলাচল
- আপডেট সময় : ০৮:৫৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজধানীতে যানবাহন ও জনসাধারনের চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও, ঠেকানো যাচ্ছে না। নিয়ম মানতে জোর তৎপরতা চালাচ্ছে সেনাসহ আইন-শৃঙ্খলা বাহিনী। অপ্রয়োজনে বের হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও জরিমনা করা হচ্ছে। তারা বলছেন, এ মহামারি রোধে জনগণের সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।
করোনা প্রতিরোধে রাজধানীসহ সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। এর মধ্যেও রাজধানীর প্রবেশদ্বার গাবতলী ব্রিজে যানবাহনের এমন ভিড়। এসব নিয়ন্ত্রনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
রাজধানীর সব চেকপোস্টেই জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ। তবুও থামানো যাচ্ছে না মানুষের চলাফেরা।
করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার জন্য নগরীর পাড়া-মহল্লাগুলোতে টহল দিচ্ছেন সেনা সদস্যরা। অপ্রয়োজনে কেউ বাইরে ঘোরাফেরা করলে, তাদের করোনা ভাইরাসের সংক্রমণ রোধে করনীয়গুলো বুঝিয়ে বলছে সেনাবাহিনী।
এদিকে, মানুষের নির্বিচারে চলাফেরা রোধে রাজধানীতে অভিযান পরিচালনা করছে র্যা ব-৩ এর ভ্রাম্যমান আদালত।
করোনার ঝূঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার পরামশ দেন তারা।