করোনা প্রতিরোধে মানুষ সচেতন না হলে সরকার নিরূপায় : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
করোনা প্রতিরোধে সব শ্রেণী-পেশার মানুষ পুরোপুরি সচেতন না হলে সরকার নিরূপায় বলে জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এই সংকটকালীন সময়েও বিএনপি তার অপরাজনীতির ধারাবাহিকতায় সরকারের সব পদক্ষেপেই অযথা ভুল ধরছে। নারায়ণগঞ্জের অগ্নিকান্ডে সরকারের কঠোর পদক্ষেপ- অনিয়মকারীদের জন্য সতর্কবার্তা বলেও মন্তব্য করেন তিনি।
রোববার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। অক্সিজেন কন্সেন্ট্রেটর, সিলিন্ডার, খাদ্যপণ্যসহ করোনা সুরক্ষা সামগ্রী বিতরণের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতারা।
এসময় ওবায়দুল কাদের বলেন, অমনোযোগী ও অসাবধানতার জন্য করোনা সংক্রমণ বাড়ছে। নিজ ও পরিবারের সুরক্ষার জন্য সঠিকভাব মাস্ক পরার আহ্বান জানান তিনি।
রূপগঞ্জের আগুনের ঘটনায় সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন যে সকল প্রতিষ্ঠান, কর্মচারীদের ঝুঁকিতে রেখে ব্যবসা করছে তাদের জন্য রূপগঞ্জের ঘটনা সতর্ক বার্তা।
ওবায়দুল কাদের জানান, করোনার এই সংকটে একমাত্র রাজনৈতিক কর্মসূচি হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বিএনপি তা না করে সরকারের সযৌক্তিক সমালোচনা করছে।