করোনা ভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দেয়া হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। আগামীকাল সোমবার আরও ৫০ লাখ ভ্যাকসিন আসার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২৭ জানুয়ারি ভ্যাকসিন দেয়ার কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
রোববার সচিবালয়ে করোনার ভ্যাকসিন দেয়ার কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, অনেক দিনের দাবির প্রেক্ষিতে অ্যান্টিবডি পরীক্ষার বিষয়টি বিবেচনায় এনে অনুমতি দেয়া হয়েছে।ভ্যাকসিন প্রয়োগের জন্য জাতীয় কমিটির প্রস্তুতি মোটামুটি শেষ করে আনা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।এছাড়া, বেসরকারি টিকা আনার অনুমোদন দেয়া হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।