করোনা ভাইরাসের উৎসের সন্ধানে চীনে ডব্লিউএইচও’র তদন্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের উৎসের সন্ধানে চীনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও’র তদন্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। চীনকেন্দ্রিক হওয়ার অভিযোগ তুলে সংস্থাটি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়া প্রক্রিয়া শুরুর পর কয়েকদিনের মাথায় ডব্লিউএইচও’র উদ্যোগকে স্বাগত জানানো হলো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবচেয়ে বড় দাতা দেশ যুক্তরাষ্ট্র সংস্থাটি থেকে বেরিয়ে যাওয়ার জন্য নোটিশ দিয়েছে। পুরোপুরি বেরিয়ে যেতে এক বছর সয় লাগবে। করোনা মহামারির শুরুর পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন সংস্থাটির বিরুদ্ধে চীন-কেন্দ্রিক হয়ে পড়ার অভিযোগ করে আসছেন। এছাড়া মহামারি ঠেকাতে চীনের পদক্ষেপ পর্যালোচনায় যথাযথ উদ্যোগ না নেওয়ারও অভিযোগ তুলেছে ট্রাম্প প্রশাসন।শুক্রবার চীনের উদ্দেশে রওনা দিয়েছে সংস্থাটির বিশেষ দল।