করোনা ভাইরাসের প্রভাবে ধস নেমেছে বগুড়ার প্রকাশনার শিল্পে
- আপডেট সময় : ০২:৫৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের প্রভাবে ধস নেমেছে বগুড়ার প্রকাশনার শিল্পে। প্রেস, কম্পিউটার, ডিজাইন, প্রিন্ট, কাটিং, বাইন্ডিং সব প্রতিষ্ঠানই এখন প্রায় বন্ধ। এ শিল্পের সাথে জড়িত অর্ধলক্ষাধিক মানুষ এখন কর্মহীন।
রাজধানীর বাইরে প্রকাশনা শিল্পে এগিয়ে আছে বগুড়া। ছোট-বড় মিলিয়ে পাঁচ শতাধিক ছাপাখানা, প্রকাশনী, কম্পিউটার, ডিজাইন, বাইন্ডিংসহ আরো কয়েকশো প্রতিষ্ঠান রয়েছে।আকর্ষণীয় ডিজাইন, ঝকঝকে ছাপা আর সর্বাধুনিক প্রযুক্তির এই প্রতিষ্ঠানগুলো একসময় দিন-রাত ব্যস্ত থাকত। কিন্ত করোনার কারণে দুই মাস হল থেমে গেছে সব। দু-একটি প্রতিষ্ঠান খুললেও ক্রেতা নেই। কাজও নেই।
নিয়মিত আয় না থাকায় ব্যাংক ঋণ, ভাড়া, ট্যাক্স, লাইসেন্স ফি, বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল আর শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা দিতে পারছেন না মালিকরা।
এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি বিশেষ প্রণোদনা দাবি করলেন মুদ্রণ সমিতির সহ-সভাপতি।
বগুড়ার ঐতিহ্যবাহী প্রকাশনা শিল্পকে টিকিয়ে রাখতে সরকার সহযোগিতা দেবে-এমনটাই প্রত্যাশা এ শিল্পে জড়িতদের।