করোনা ভাইরাসের প্রভাব পড়েছে বগুড়ায় পাইকারি ও খুচরা বাজারে
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের প্রভাব পড়েছে বগুড়ায় পাইকারি ও খুচরা বাজারে। চীন থেকে আমদানিকৃত সব ধরনের নিত্য পণ্যের দাম বাড়তে শুরু করেছে। আবার কিছু পণ্যের সংকট শুরু হয়েছে। এদিকে,বাজার নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন সবাই।
চীনে হঠাৎ করেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এর প্রভাবে কয়েক দিন ধরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এতে অটোরিক্সা, চার্জার, কৃষি যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স সামগ্রী, ইলেকট্রিক মালামালসহ সব ধরনের পণ্যের দাম বেড়েছে। বেড়েছে আদা, রসুন পেঁয়াজসহ ভোগ্য পণ্যের দামও।
আগামীতে পণ্য সংকট আরো বাড়বে। বাড়বে দামও–এমন আশঙ্কা ক্রেতা বিক্রেতার। বাজার নিয়ন্ত্রণের সরকারি হস্তক্ষেপ চাইলেন বগুড়ার চেম্বার অব কমার্সের নেতারা। নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং জোরদার আর বিকল্প বাজার থেকে আমদানীর উদ্যোগ নেয়ার দাবি সবার। আপস