করোনা ভাইরাসে থমকে যাওয়া অর্থনীতি সচল রাখতে হবে :প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৫:২৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাসে থমকে যাওয়া অর্থনীতি সচল রাখতে হবে। তাই স্বাস্থ্যবিধি মেনেই পর্যায়ক্রমে শিল্প কারখানা খুলে দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ঈদের আগে কেনাকাটারও সুযোগ দেবার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে গণভবন থেকে রংপুর বিভাগের জেলাগুলোর শীর্ষ কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনা সংক্রমন ও এর পরবর্তী অর্থনৈতিক মন্দা প্রতিরোধে গণভবন থেকে রংপুর বিভাগের জেলাগুলোর জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধির সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সূচনা বক্তব্যে তিনি বৈশ্বিক অর্থনীতি, করোনা সংকট ও দেশের পরিস্থিতি তুলে ধরেন । বলেন, সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে নেওয়া নানা পদক্ষেপের সুফল দেশবাসী পাচ্ছিল। কিন্তু ভয়াবহ করোনাভাইরাসের কারণে দেশের অর্থনীতি থমকে দাঁড়িয়েছে।
জনগনকে সুরক্ষিত রেখে শিল্প কারখানা খুলে দেবার পরামর্শ দেন সরকার প্রধান। সাধারণ ছুটি বাড়ানোর ইঙ্গিত দিলেও রেল ও পরিবহন চলাচল নিয়ে সরকারের ভাবনার কথাও জানান তিনি।
করোনায় স্থবির ও কর্মহীনদের প্রণোদনা ও আর্থিক সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বলেন, রংপুর, কুড়িগ্রামসহ অতীতের মঙ্গাপীড়িত এলাকাগুলোর দিকে বিশেষ নজর দিতে হবে।
করোনার কারণে সম্ভাব্য দুর্ভিক্ষ সামলাতে আগাম প্রস্তুতির নির্দেশনা দেন শেখ হাসিনা। এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার তাগিদ দেন তিনি।
সবাইকে রমজান ও ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে অতীতের যে কোন দুর্যোগের মত করোনাকে পরাজিত করতে পারবে বাংলাদেশ।