করোনা ভাইরাসে মৃত্যুর তালিকায় যোগ হয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া
- আপডেট সময় : ০৩:৩৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
চীনের বাইরে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এবার নতুন করে এই ভাইরাসে মৃত্যুর তালিকায় যোগ হয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। এই নিয়ে করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৯৭৬ জনে। আর আক্রান্ত হয়েছে ৮৬ হাজার ৫০০ জন। এদিকে, মার্কিন নাগরিকের মৃত্যুর পর যুক্তরাস্ট্র যে কোন পরিস্থিত মোকাবিলায় প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ভাইরাসটির বিস্তার ঠেকাতে জনসমাবেশ বন্ধের পাশাপাশি হাফ-ম্যারাথনও বাতিল করেছে ফ্রান্স।
একমাত্র অ্যান্টার্কটিকা ছাড়া এরইমধ্যে সব মহাদেশে ছড়িয়ে পড়েছে নভেল করোনাভাইরাস। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দায়ড়িয়েছে প্রায় তিন হাজার। আর আক্রান্তের সংখ্যা ৮৬ হাজারেও বেশি মানুষ।
চীনের স্বাস্থ্য কমিশন জানায়, গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ৫৭৩ জন। মারা গেছেন ৩৫ জন। এই নিয়ে দেশটিতে সর্বমোট মারা গেলেন ২ হাজার ৮৭০ জন। আর সংক্রমিত হয়েছে ৮৯ হাজার ৮২৪ জন।
এদিকে, এবার নতুন করে এই ভাইরাসে মৃত্যুর তালিকায় যোগ হয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। মার্কিন নাগরিকের মৃত্যুর পর যে কোন পরিস্থিত মোকাবিলায় যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
করোনাভাইরাস সংক্রমণে দুর্ভাগ্যজনকভাবে ৫০ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে। এটা কঠিন ছিল, তবুও অনেক উন্নতি হয়েছে। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় আমাদের দেশ সম্পূর্ণ প্রস্তুত।’ আপনাদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। মার্কিন নাগরিকদের সুস্থ ও নিরাপদ রাখতে আমার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি।
এদিকে, চীনের বাইরে সর্বোচ্চ ৩ হাজার ৫২৬ জন আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। আর মারা গেছেন ১৬ জন। জাপানে মৃত্যু হয়েছে ১১ জনের।
চীনের বাইরে সর্বোচ্চ ৪৩ জনের মৃত্যু হয়েছে ইরানে। আর দেশটিতে আক্রান্ত হয়েছে ৫৯৩ জন। ইতালিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১২৮ জনে। মৃতের সংখ্যা ২৯ জনের। এখানে আক্রান্তদের ১০ শতাংশ চিকিৎসা কর্মী। আর ভাইরাসটির বিস্তার ঠেকাতে জনসমাবেশে বন্ধের পাশাপাশি হাফ-ম্যারাথনও বাতিল করেছে ফ্রান্স।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে চীনের উহান শহর থেকে প্রথম উৎপত্তি করোনাভাইরাস । এরইমধ্যে ছড়িয়ে পড়েছে ৫৯টি দেশে। তবে এখনো এই ভাইরাসের সঠিক চিকিৎসা ও প্রতিষোধক আবিস্কার না হওয়াতে আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর।