মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতার আদর্শে বাংলাদেশ এগিয়ে যাবে : রাষ্ট্রপতি
- আপডেট সময় : ০৭:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১৫১৮ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস প্রতিরোধে খুব দ্রুতই ভ্যাকসিন আবিষ্কার হবে আশা প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, বিশ্বের সকল দেশ ও অঞ্চল যাতে একইসময়ে ও সমভাবে পায় তা নিশ্চিত করতে বিশ্বসম্প্রদায়কে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ‘মুজিববর্ষ’ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়েছে রোববার। জাতীয় সংসদের ইতিহাসে এটাই প্রথম বিশেষ অধিবেশন। আর তাই সংসদ প্রাঙ্গণ সেজেছে বিশেষ সাজে। সোমবার সন্ধ্যা ৬টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দ্বিতীয় দিনের মত অধিবেশন শুরু হয়। করোনাভাইরাস সংকমণজনিত কারণে পূর্ব প্রস্তুতি অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে এ অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ যোগ দেন । জাতীয় সংগীতের পর জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ঐতিহাসিক ভাষনটি প্রচারিত হয়। মুজিববর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য ও কর্মময় রাজনৈতিক জীবন নিয়ে স্মারক বক্তৃতা তুলে ধরেন। তা নিয়ে আলোচনার জন্য একটি সাধারণ প্রস্তাব আনা হয়। যার উপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের চার দিনের আলোচনার পর বৃহস্পতিবার তা গ্রহণ করার কথা রয়েছে।