করোনা ভাইরাস মোকাবেলায় ইমিগ্রেশন চেকপোষ্টগুলোতে স্বাস্থ্য বিভাগের সর্তকাবস্থা অব্যাহত

- আপডেট সময় : ০৮:৫৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস মোকাবেলায় ইমিগ্রেশন চেকপোষ্টগুলোতে স্বাস্থ্য বিভাগের সর্তকাবস্থা অব্যাহত রয়েছে। চলছে বিশেষ মেডিকেল চেকআপ। তবে জনবল সংকটে সময়ক্ষেপনে বেড়েছে দুর্ভোগ।
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে যাত্রীদের সর্তকতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। মঙ্গলবার থেকে এই বন্দরে মেডিকেল টিম গঠন করায় এখন প্রতিটি যাত্রীকে মেডিকেল চেকআপের পর দেশে প্রবেশ করতে হচ্ছে। তবে জনবল কমের কারণে পর্যটকদের বন্দরে সময়ক্ষেপনে বেড়েছে দুর্ভোগ।
শেরপুরের নাকুগাঁও স্থল বন্দর ইমিগ্রেশন চেকপোস্টে তিন সদস্যের দু’টি মেডিকেল টিম বসানো হয়েছে। একই সঙ্গে জেলা সদর হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুরের হিলি ও বিরল স্থলবন্দরে ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্য কমপ্লেক্সের ৫টি মেডিকেল টিম কাজ শুরু করেছে। টিমগুলো ভারত থেকে দেশে ফেরা যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও রোগের উপসর্গ দেখে সচেতনতামূলক পরামর্শ প্রদান করছে।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে চাতলাপুর স্থলশুল্ক স্টেশনে একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।
এদিকে, বেনাপোল কাস্টমস ক্লাবে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা মাক্স ও হ্যান্ড গ্লোভস ব্যবহারসহ ভাইরাসের ব্যাপারে সচেতন থাকার আহ্বান হয়েছে।