করোনা ভাইরাস সংক্রমণের কারণে চীন থকে রাতে দেশে ফিরছে ৩৬১ বাংলাদেশি

- আপডেট সময় : ০১:৪৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস সংক্রমণের কারণে চীন থকে রাতে দেশে ফিরছে ৩৬১ বাংলাদেশি। তাদের আশকোনা হজক্যাম্পে রেখে ১৪ দিন পর্যবেক্ষণ করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তাদের দেশে আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। এরইমধ্যে হজ ক্যাম্পে আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।
করোনা ভাইরাসের কারণে চীনের মধ্যাঞ্চল উহান শহর থেকে ৩৬১ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হচ্ছে। এবিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসে স্বাস্থ্য, পররাষ্ট্র এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জরুরি বৈঠক। পরে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, চীনের উহান থেকে শিক্ষার্থীসহ ৩৬১ জন বাংলাদেশীকে ফিরিয়ে আনা হচ্ছে। তবেএখনও কোনো বাংলাদেশি আক্রান্ত হয়নি।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, সরকারের আহ্বানে সাড়া দিয়ে এখন পর্যন্ত ৩৬১ জন দেশে ফেরার জন্য রেজিস্ট্রেশন করেছে। তবে অনেকেই ফিরতে রাজি হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। চীন থেকে আসা বাংলাদেশিদের ১৪ দিনের মতো পর্যবেক্ষণে রাখা হবে আশকোনা হজ ক্যাম্পে। আর সেখানে তাদের খাবারসহ সবকিছু সরবরহ করবে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে শুক্রবার সকাল পর্যন্ত ২১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে ৯ হাজারেও বেশি।
আপস: