করোনা ভ্যাকসিন আমদানীর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৭:০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের ভ্যাকসিন আমদানীর জন্য সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের যেখানেই ভ্যাকসিন আবিষ্কার হবে, বাংলাদেশ তা দ্রুত সংগ্রহ করবে। সকালে জাতীয় সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় করোনা মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার কারণেই বাংলাদেশে মৃত্যুহার অনেকটা নিয়ন্ত্রণ করা গেছে বলেও জানান প্রধানমন্ত্রী। এছাড়া অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে সব ধরনের স্থাপনা নির্মাণে নীতিমালা মেনে চলার আহবান জানান প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনের সমপানী দিনের কার্যক্রম।
অধিবেশনের সমাপনী বক্তব্যে দেশের করোনাভাইরাসের পরিস্থিতি ও সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান তিনি ।
করোনায় দেশের অর্থনৈতিক পরিস্থিতির বিষয়ে সরকার আগে থেকেই সজাগ ছিলো বলেও জানান সরকার প্রধান।
এছাড়া, অনুমোদন ছাড়া গ্যাস লাইনের উপর মসজিদ নির্মাণকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে স্থাপনা নির্মাণে সকলকে নীতিমালা মেনে চলার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।