করোনা মহামারিতে দেশে টেলিমেডিসিন সেবায় বিপ্লব ঘটেছে
- আপডেট সময় : ০৮:০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৬২১ বার পড়া হয়েছে
রাজনীতি দুই ধারায় চলছে, একটি ৭১ আর অপরটি ৪৭-এর চেতনায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপস-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় করোনা ভাইরাস মহামারিতে দেশে টেলিমেডিসিন সেবায় বিপ্লব ঘটেছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, টেলিমেডিসিন অ্যাপস দেশের চিকিৎসা খাতে নতুন অধ্যায় যুক্ত করেছে।
মঙ্গলবার ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপস-এর উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় দেশের চলমান রাজনীতির ধারা প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগ সাধরণ সম্পাদক।
জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপস প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার পাশাপাশি দেশের চিকিৎসা খাতকে আরো এগিয়ে নেবে বলেও জানান, সেতুমন্ত্রী।
এছাড়া, দেশে মহামারী বা দুর্যোগ মোকাবিলায় সকলকে সর্বোচ্চ সচেতন ও সতর্ক থাকার আহবান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।