করোনা মহামারি এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব :বিশ্ব স্বাস্থ্য সংস্থা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
গত ৬ সপ্তাহে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। তারপরও এই মহামারি এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করছে তারা।
শুক্রবার সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, যথাযথ পদক্ষেপ নিতে পারলেই অবশ্যই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।সংবাদ সম্মেলনে ইতালি, স্পেন, দক্ষিণ কোরিয়া ও ভারতীয় বস্তির উদাহরণ তুলে ধরেছেন গেব্রিয়াসিস।তিনি জানান , এইসব দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে চলে গেলেও দ্রুততর ও বলিষ্ঠ পদক্ষেপের মধ্যদিয়ে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরও বলেন, ‘বিশ্বে এমন বহু উদাহরণ ইতোমধ্যেই তৈরি হয়েছে যে ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়া সত্ত্বেও করোনাভাইরাসকে নিয়ন্ত্রণে আনা গেছে।