করোনা মহামারি মোকাবিলায় এবার ভ্যাকসিন আইনের অনুমোদন দিয়েছে ফ্রান্স
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
করোনা মহামারি মোকাবিলায় এবার ভ্যাকসিন আইনের অনুমোদন দিয়েছে ফ্রান্স সরকার। টিকা-বিরোধীদের আন্দোলন সত্ত্বেও এ আইন পাশ করে দেশটির পার্লামেন্ট। রোববার আইনপ্রণেতাদের মধ্যে ভ্যাকসিন পাস আইনের সমর্থনে ভোট পড়ে ২১৫টি। এবং বিরোধীতায় ভোট পড়ে ৫৮টি।
নতুন আইন অনুযায়ী সাধারণ জনগণ রেস্তোরাঁ, ক্যাফে, সিনেমা হল এবং ট্রেন ব্যবহার করতে চাইলে অবশ্যই ভ্যাকসিন পাস থাকতে হবে। যদিও এসব নিয়ম-কানুন সাধারণ মানুষের পক্ষে মানা কঠিন বলে মনে করছেন আইনটির বিপক্ষে ভোট দেয়া আইনপ্রণেতারা। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এর আগে বলেছিলেন, করোনার টিকা না নিয়ে জীবনকে জটিল করে তুলছেন কেউ কেউ। যারা এখনো ভ্যাকসিন গ্রহণ করেননি, তাদের জোর করে ভ্যাকসিন দেবেন না। তবে তাদের জীবনকে কঠিন করে দেবেন বলে সাধারণ জনগনকে হুঁশিয়ার করেন তিনি।