করোনা মোকাবিলায় এরই মধ্যে বিভিন্ন পরিকল্পনা নিতে শুরু করেছেন জো বাইডেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
করোনা মহামারি মোকাবিলায় এরই মধ্যে বিভিন্ন পরিকল্পনা নিতে শুরু করেছেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এখন ব্যস্ত নতুন নতুন পরিকল্পনা দিয়ে দেশকে ঢেলে সাজাতে।
তবে, এ মুহূর্তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন করোনা মোকাবিলায়। আগামীকাল এ বিষয়ে কর্মপরিকল্পনার বিস্তারিত জানাবেন বাইডেন। করোনা সংক্রমণ রোধে বাইডেন আমেরিকায় মাস্ক পরা বাধ্যতামূলক করতে চান। এতে বহু প্রাণ বাঁচানো সম্ভব হবে বলে মনে করেন তিনি। মাস্ক পরা নিশ্চিত করতে অঙ্গরাজ্যগুলোর গভর্নর ও স্থানীয় প্রশাসনের সহযোগিতাও চেয়েছেন তিনি। এদিকে পরাজয়ের পর প্রথমবার ঘোষণা দিয়েও রেডিও শোতে অংশ নেননি ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় ওই শোতে অংশ নিয়ে নির্বাচনে ভোট কারচুপি নিয়ে কথা বলার ঘোষণা দিয়েছিলেন তিনি।