করোনা মোকাবিলায় জাতীয় ঐক্য গঠনের দাবি
- আপডেট সময় : ০৮:৩২:০২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
করোনা মহাদুর্যোগ মোকাবিলায় জাতীয় ঐক্য গঠনের দাবি জানিয়েছেন বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। আর পুনরায় লকডাউন করে দেশের জনগণকে করোনা থেকে রক্ষাও আহবন জানান তারা। বিকেলে ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনাতয়নে নাগরিক ঐক্যের আলোচনা সভায় যোগ দিয়ে তারা আরো বলেন, সংকটকালীন সময়ে সরকারের নানা পদেক্ষেপে দেশ ও জনগণ বিপর্যয়ের মুখে পড়েছে।
নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবির্ষিকীতে ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর-রুনি মিলনাতনে আলোচনার সভার আয়োজন করে সংগঠনটি। সভাপতিত্ব করেন আহবায়ক মাহমুদুর রহমান মান্না।
ভিডিও করফারেন্সে যুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারে একলা চলো নীতির সমালোচনা করেন তারা।
করোনা মোকাবিলায় সবাইকে নিয়ে করে জাতীয় ঐক্য গঠনের দাবি জানান জেএসডি সভাপতি আ স ম আবদুর বর।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনা মোকাবিলায় সরকারের লেজে গোবরে অবস্থা। এই দুর্যোগে দেশের জনগণের উত্তরনে শঙ্কা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানের সভাপতি নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না সরকারে হার্ড ইমিউনিটির সমালোচনা করেন। জনগণের জীবন রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।