করোনা মোকাবিলা ও সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থ সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৮:১০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
সরকারের মন্ত্রী, আমলা ও ক্ষমতাসীন দলের নেতারা করোনা প্রতিরোধে কোনো ইতিবাচক ভূমিকা পালন না করে বরং এর বিস্তারে এবং বাণিজ্যে সহযোগিতা করেছে বলে অভিযোগ করেছেন ২০ দলীয় জোট নেতারা।
সোমবার নিজ বাসভবন থেকে ভিডিও বার্তায় এ অভিযোগ করেন জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তিনি আরো বলেন, সুশাসন দিতে ব্যর্থ সরকার জনগণকে বিভ্রান্ত করে তাদের জীবন-জীবিকা হুমকির মুখে ঠেলে দিয়েছে। দেশের সব রাজনৈতিক দলসহ সংশ্লিস্ট সকলের ঐক্যবদ্ধ প্রয়াসই করোনা মহামারীর প্রকোপ থেকে দেশবাসীকে বাঁচাতে পারে মন্তব্য করে, ২০ দলীয় জোটের সমন্বয়ক বলেন, সরকার এই ঐক্য কখনো চায়নি।