করোনা মোকাবেলায় কার্যকরী সিদ্ধান্ত না নিলে যুক্তরাষ্ট্র আরও মৃত্যু দেখবে
- আপডেট সময় : ০২:১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
করোনা মোকাবেলায় ডোনাল্ড ট্রাম্প এখনই কার্যকরী সিদ্ধান্ত না নিলে ২০ জানুয়ারির আগে যুক্তরাষ্ট্র আরও অনেক মৃত্যু দেখবে বলে আশঙ্কার কথা জানিয়েছেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
সহযোগী ক্যামেলা হ্যারিসকে নিয়ে কর্মপরিকল্পনা ঠিক করতে ব্যস্ত তিনি। এরই অংশ হিসেবে সোমবার ডেলওয়ারের উইলমিংটনে সাংবাদিকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন এই ডেমোক্র্যাট নেতা। কথা বলেন নানামাত্রিক ইস্যুতে। সতর্ক করেন, ট্রাম্প প্রশাসন এখনই করোনা মোকাবিলায় সমন্বয় না করলে মার্কিন নাগরিকদের আরও চড়া মূল্য দিতে হবে।
তিনি আহ্বান জানান, নতুন সরকারের কাছে প্রশাসনের তথ্য ও কর্মপরিকল্পনা বুঝিয়ে দেয়ার।করোনা মহামারি জয় করে অর্থনৈতিক উন্নয়নই ডেমোক্র্যাট দলের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। এদিকে এবার নির্বাচন প্রক্রিয়াই একপেশে ছিল বলে অভিযোগ করেছেন রিপাবলিকান ট্রাম্প। এদিকে, করোনা ভ্যাকসিন নিয়ে বেশ আশাবাদী হয়ে উঠছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির প্রধান জানান, মডার্না কোভিড-১৯-এর টিকা প্রায় ৯৫ শতাংশ কার্যকর হওয়ার যে দাবি করেছে তা সত্যিই উৎসাহের।