করোনা শনাক্তে ‘সাইবারগ্রিন পদ্ধতি’ উদ্ভাবন, খরচ ১৪০ টাকা
- আপডেট সময় : ০৫:০৯:০১ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক কম খরচে করোনা ভাইরাস শনাক্তে ‘সাইবারগ্রিন পদ্ধতি’ উদ্ভাবন করেছে। এই পদ্ধতিতে করোনা শনাক্ত করতে প্রতি নমুনার জন্য বাংলাদেশি ১৪০ টাকার মত খরচ হবে। পরীক্ষায় সময় লাগবে মাত্র ৯০ মিনিট।
দুপুরে যবিপ্রবির সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জিনোম সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহম্মদ আনোয়ার হোসেন নতুন এ উদ্ভাবনের ঘোষণা দেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে সংক্রমণশীল নতুন ধরণ আমাদের মধ্যে এক ধরনের শংকার সৃষ্টি করেছে। ইতোমধ্যে ভেরিয়েন্টের হোল জিনোম সিকুয়েন্সিং এবং স্পাইক প্রোটিনের সিকুয়েন্সিং সম্পন্ন করে জিএসআইডি ডাটাবেজে জমা দেয়া হয়েছে। তিনি বলেন, নিরাপদ থাকতে বর্তমানে যে টিকা দেয়া হচ্ছে সেটা নেয়ার পাশা-পাশি স্বাস্থ্যবিধি মানতে হবে। বিশেষ করে মাস্ক পড়তে হবে।