করোনা সংকট একটি বৈশ্বিক দুর্যোগ
- আপডেট সময় : ০২:০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
করোনা সংকট একটি বৈশ্বিক দুর্যোগ। এখানে তথ্য লুকোচুরির কোন কারণ নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বর্তমান বিশ্বে তথ্য লুকোচুরির অভিযোগ হাস্যকর বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
দুপুরে সরকারি বাসভবনে সাংবাদিকদেরকে এসব কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, করোনা সংকট মোকাবিলায় সরকার দিনরাত পরিশ্রম করে সফল হওয়াই বিএনপির গাত্রদাহের কারণ। করোনা নিয়েও পুরনো নালিশ আর দোষারোপের রাজনীতি শুরু করেছে বিএনপি। সরকার কোন কোন তথ্য গোপন করেছে তা মির্জা ফখরুলের স্পষ্টভাবে বলা উচিৎ বলে মন্তব্য করেন তিনি। বিএনপিকে এই দুর্যোগকালে ইতিবাচক রাজনীতি করার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গুজব-নির্ভর ও নেতিবাচক রাজনীতি পরিহার করুন। রমজান মাসে কোন মুনাফাখোর, মজুদদার বাজার অস্থিতিশীল করতে চাইলে সরকার কঠোর ব্যবস্হা নেবে বলেও হুশিয়ারি দেন তিনি।