করোনা সংকট জয় করে কাঙ্খিত উন্নয়নের পথে এগিয়ে যাবে দেশঃ ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সংকট কাটিয়ে উঠেছে, তেমনি এবারও করোনা সংকট জয় করে কাঙ্খিত উন্নয়নের পথে এগিয়ে যাবে।
সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে, এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, এবারের ঈদ শেষ নয়, পরবর্তী ঈদে উৎসব করবে বাংলাদেশ। তিনি মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানান দেশবাসীকে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বৈশ্বিক মহামারী করোনা সংকটে আক্রান্ত জনগণকে, এ সংকটে সুনিশ্চিত ও নিরাপদ ভবিষ্যতের স্বার্থে জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ অবস্থান থেকে ঈদ উদযাপনের আহবান জানান।