করোনা সংক্রমণের ভয়াবহ পুনরুত্থান ঘটতে পারে

- আপডেট সময় : ০৮:৩৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
চলমান পরিস্থিতিতে লকডাউন, কারফিউর মতো কড়াকড়ি ব্যবস্থা শিথিল করার বিষয়ে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। জেনেভায় করোনা সংক্রান্ত এক অনলাইন সংবাদ সম্মেলনে, সংস্থার প্রধান ড. ট্রেডস অ্যাডহানম গেব্রেইয়েসুস একথা বলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, লকডাউন ও কারফিউর মতো কড়াকড়ি শিথিল করলে, করোনা সংক্রমণের ভয়াবহ পুনরুত্থান ঘটতে পারে। এ ব্যাপারে দেশগুলোর সতর্ক থাকা উচিত। এ পর্যন্ত করোনাভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা ১৭ লাখ। আর প্রাণ গেছে এক লাখেরও বেশি মানুষের। শুরুতে চীনকে আক্রমণ করে করোনা। পরে সর্বোচ্চ আঘাত হানে ইউরোপের দেশ ইতালি ও স্পেনে। তবে দেশ দুটিতে করোনার বিস্তার আগের তুলনায় কমে এখন বেড়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে। বর্তমান অবস্থায় ইতালি ও স্পেন আরোপিত বিধিনিষেধ শিথিল করার কথা ভাবায় এই হুঁশিয়ারী উচ্চারণ করলো ডব্লিউএইচও।