করোনা সংক্রমণ রোধে রেডজোন রাজধানীর পূর্ব রাজাবাজার পুরোপুরি লকডাউন
- আপডেট সময় : ০৮:১৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ ঠেকাতে রাজধানীর পূর্ব রাজাবাজারকে ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। করোনায় আক্রান্তের ঝুঁকি বাড়ায় স্বাস্থ্য অধিদফতর রেড জোন চিহ্নিত করায় পরীক্ষামূলক এই লকডাউন কার্যক্রম বাস্তবায়নে নানা পদক্ষেপ নেয় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রসাশন। তবে, এলাকার সব সড়ক বন্ধ থাকায় বিপাকে পড়েছে ভাড়াটিয়ারা। লকডাউন নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আর স্থানীয় কাউন্সিলর জানান, করোনা পরিস্থিতি মোকাবিলায় লকডাউন কার্যকরের নানা পদক্ষেপের কথা জানান তিনি।
করোনা ঝুঁকি মোকাবিলা ও নিম্ন আয়ের শ্রমজীবিদের জীবিকা-এই দুটি বিষয়কে সামনে রেখে সরকার সাধারণ ছুটি তুলে নিয়ে ৩০ মে থেকে ১৫ জুন পর্যন্ত ১৩ দফা নির্দেশনা দিয়ে সীমিত পরিসরে যান ও জনসাধারণ চলাচলে বিধি নিষেধ শিথিল করে।
এমন পরিস্থিতি করোনায় ঝুঁকির মোকাবিলায় হটস্পট চিহ্নিত করে রেড,ইয়োলো ও গ্রিন জোনে ভাগ করা হয়।
এরই ধারাবাহিকতায় রাত ১২ টা থেকে রাজধানীর পূর্ব রাজার লকডাউন ঘোষণা করে সব প্রবেশপথ বন্ধ করে দেয়আ হয় । তবে সিটি কর্পোরেশনের পূর্বে ঘোষণা সম্পর্কে ধারণা না থাকায় ভোগান্তিতে পড়েন বসবাসকারী অনেকে।
তবে, রেড জোনের মানুষ ও যানবাহন চলাচলে বিধি নিষেধ থাকায় তাদের নিত্যপণ্যের সরবরাহে কাজ করছে স্বেচ্চাসেবী সংগঠন।
লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়ন করতে কাজ করছে পুলিশ। পান্থপথ ছাড়া সব প্রবেশদ্বার বন্ধের কথাও জানায় আইন শৃঙ্খলাবাহিনী।
স্থানীয় কাউন্সিলন ফরিদুল রহমান ইরান জানান, ভয়াবহ করোনা পরিস্থিতিতে থেকে রেহাই পেতে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে।
এলাকা ভিত্তিক ঝুঁকি বিবেচনায় করোনা সংক্রমণ রোধে নেয়া এই পদক্ষেপ সফল হলে -তা অনুকরণীয় হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।