করোনা সংক্রমণ লুকিয়ে না রেখে নিজ উদ্যোগে টেস্ট এবং আইসোলেশনে পরামর্শ :ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৩:১৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
করোনার সংক্রমণ লুকিয়ে না রেখে দ্রুত নিজ উদ্যোগে টেস্ট এবং আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নিজ পরিবার ও সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে।
সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, ভালো থাকার মূলে রয়েছে সচেতনতা। আর রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদারে সার্বজনীন ঐক্য, সম্মিলিত এবং সমন্বিত প্রয়াস দরকার। সরকারের নিরলস প্রয়াসে সবাইকে সামিল হবার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এই দুঃসময়ে শেখ হাসিনার উপর আস্থা রাখতে হবে। সেতুমন্ত্রী বলেন,করোনার সংক্রমণ যেমন বাড়ছে , তেমনি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। তবে সরকার নানা সীমাবদ্ধতা নিয়েও দিনরাত কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে জাতীয় নেতা মোহাম্মদ নাসিম,ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোঃ আবদুল্লাহ, সাবেক মেয়র বদরউদ্দিন কামরানসহ অনেক নেতা, দেশবরেণ্য শিক্ষাবিদ,ব্যবসায়ী এবং অন্যান্য পেশার মানুষ মৃত্যুবরণ করেছেন। তাদের সবার আত্নার শান্তি কামনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।