করোনা সচেতনতার মাধ্যমে আগে রোগ প্রতিরোধ করেই জীবন রক্ষা করতে হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
করোনা সচেতনতার মাধ্যমে আগে রোগ প্রতিরোধ করেই জীবন রক্ষা করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় জেলার সর্ববৃহৎ কাঁচা ও পাকা মালের আড়তের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। আড়ৎ ব্যবসায়ীদের এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামানসহ অন্যরা। নবনির্মিত এই আড়তে ৩শ’ দোকান রয়েছে। স্থানীয় কৃষকরা খুব সহজেই তাদের উৎপাদিত শস্য এখানে বিক্রি করতে পারবে।