কর্ণফূলী নদীর তীরে পচা পেঁয়াজ ফেলে দিচ্ছে ব্যবসায়ীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কর্ণফূলী নদীর তীরে পচা পেঁয়াজ ফেলে দিচ্ছে ব্যবসায়ীরা। এছাড়া সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড় থেকে ২০ টন পচা পেঁয়াজ সরিয়েছে পরিচ্ছন্ন কর্মীরা।
তবে এসব পেঁয়াজ দোকানির গুদাম থেকে পচে নষ্ট হয়েছে নাকি আমদানি করা পেঁয়াজ পচা হওয়ায় ব্যবসায়ীরা ফেলে দিচ্ছে তা নিয়ে সংশয় রয়েছে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা জানান, রাতে কে বা কারা খাতুনগঞ্জের ময়লার ভাগাড়ে বস্তায় বস্তায় এসব পেঁয়াজ রেখে যায়। বিষয়টি স্থানীয় কাউন্সিলর পরিচ্ছন্ন বিভাগকে জানালে রাতেই পাঁচ টন ধারণ ক্ষমতার চারটি গাড়ি গিয়ে তা সরিয়ে নেয়। এদিকে অতি মুনাফার আশায় এসব পেঁয়াজ গুদামজাত করায় পচে নষ্ট হয়েছে বলে দাবী অনেকের। ব্যবসায়ীদের দাবি, এসব পেঁয়াজ মিয়ানমার থেকে আমদানি করার সময় পচে যাওয়ায় তা ফেলে দিতে হয়েছে ।