কর্ণফূলী নদী দখল ও দুষণ বন্ধে উদ্যোগ গ্রহনের নির্দেশ
- আপডেট সময় : ০৬:০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
কর্ণফূলী নদী দখল ও দুষণের উৎসমুখগুলো দ্রুত বন্ধ করতে চট্টগ্রাম বন্দরসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে কর্ণফূলী নদীর নাব্যতা বৃদ্ধি, দখল ও দুষণ রোধে মাস্টারপ্লান বাস্তবায়ন ও চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্প নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন তিনি। তিনি আরো জানান, দেশের অর্থনীতির মেরুদণ্ড চট্টগ্রাম বন্দর আর বন্দরের প্রাণ এই কর্ণফূলী নদী। তাই দেশের অর্থনীতিকে বাঁচাতে কর্ণফূলীকে রক্ষার বিকল্প নেই। নদী দখল ও দুষণ প্রতিরোধে দলমতের উর্ধে উঠে প্রশাসনকে জিরো ট্রলারেন্স নীতি অনুসরণের নির্দেশনাও দেন তিনি। একই সঙ্গে চট্টগ্রামকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে মাষ্টারপ্লান অনুসরণ করে কর্মকাণ্ড পরিচালনা করতে উন্নয়ন ও সেবাধর্মী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেন তিনি। সভায় অন্যান্যের মধ্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, গৃহায়ণ ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, নৌ-সচিব মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।