কর্ণাটকের শিবামোগা শহরে আবারও ছড়িয়ে পড়েছে উত্তেজনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
কর্ণাটকের শিবামোগা শহরে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের এক সদস্য খুনের জেরে আবারও ছড়িয়ে পড়েছে উত্তেজনা । শহরটিতে বন্ধ ঘোষণা করা হয়েছে সব স্কুল-কলেজ। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের জনসমাগম। আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ।
রোববার রাতে হর্ষ নামের এক সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এর পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। একদল লোক বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ জানায় এ হত্যাকাণ্ডের সঙ্গে সাম্প্রতিক হিজাব-কাণ্ডের কোনো যোগসূত্র নেই। কিন্তু এর জন্য মুসলিমদেরই দায়ী করেছেন রাজ্যের মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা। শুধু তা-ই নয়, কংগ্রেসের উসকানিতে এ ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেছেন তিনি। হর্ষের মৃত্যুর পরপরই শিবামোগায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।