কর্নাটকের সীমানা অতিক্রম করে হিজাব বিতর্ক এবার ছড়িয়ে পড়েছে ভারতের মধ্যপ্রদেশেও
- আপডেট সময় : ০২:১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
কর্নাটকের সীমানা অতিক্রম করে হিজাব বিতর্ক এ বার ছড়িয়ে পড়েছে ভারতের মধ্যপ্রদেশেও। স্কুল, কলেজে হিজাব নিষিদ্ধ করতে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী অভিন্ন পোশাক বিধি এবং শৃঙ্খলার দোহাই দিয়েছেন। হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে কিছু ছাত্রী দ্বারস্থ হয় হাইকোর্টের । গতকাল শুরু হওয়া এ মামলার শুনানি চলবে আজও । সব কিছু ছাপিয়ে কর্ণাটকে জয়শ্রিরাম শ্লোগানের বিপরীতে হিজাব পরহিত ছাত্রী মুসকানের ‘আল্লাহু আকবার’ ধ্বনী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভারতের কর্নাটকে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে বিতর্ক ও উত্তেজনা এখন তুঙ্গে। সম্প্রতি রাজ্যের উদুপি জেলায় এক সরকারি কলেজ কর্তৃপক্ষ… শিক্ষার্থীদের ইউনিফর্ম-সংক্রান্ত বিধিনিষেধ জারি করে।
এ নিয়ে কয়েক দিন ধরেই চলছে উত্তেজনা ও বিতর্ক । আর এই পরিস্থিতিতে স্কুলে যাবার পথে হিজাব পরা মুসকান নামের এক তরুণীর পথরোধ করে একটি মিছিল।
মিছিল থেকে মুসকানকে উদ্দেশ্য করে দেয়া হচ্ছিল ‘জয় শ্রীরাম’ স্লোগান । সরে না দাঁড়িয়ে বরং একাই ঐ শিক্ষার্থী রুখে দেয় মিছিলটিকে। বলতে থাকে ‘আল্লাহু আকবর’।
পরে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।পরিস্থিতি সামাল দিতে দেশটির কর্ণাটক রাজ্যে সব স্কুল-কলেজ আগামী তিন দিন বন্ধের সিদ্ধান্ত জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। শান্তি ও সম্প্রতি রক্ষার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি তার।
এছাড়া অন্যান্য রাজ্যেও হিন্দু শিক্ষার্থীরা হিজাবের বিরুদ্ধাচরণ করছে । এ নিয়মের বিরুদ্ধে কিছু ছাত্রী কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হয়। গতকাল সেই মামলার প্রথম শুনানি হয় । আজও চলবে শুনানি।এ নিয়ে ক্রমেই বিতর্ক ছড়িয়ে পড়ছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশেও । আর এর পক্ষে সাফাই গাইছেন মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী।