কর্মক্ষেত্রে শ্রমিকদের স্বাস্থ্য ও আইনি ব্যবস্থা নিশ্চিতের বিকল্প নেই : আইনমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
কর্মক্ষেত্রে শ্রমিকদের স্বাস্থ্য ও আইনি ব্যবস্থা নিশ্চিতের বিকল্প নেই বলে জানিয়েছেন, আইনমন্ত্রী আনিসুল হক বলেন,কর্মক্ষেত্র নিরাপদ রাখতে হলে শ্রমিকদের প্রতি মালিকদের মানবিক দৃষ্টি দেয়া প্রয়োজন। জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।এসময় শ্রমিকদের পেশাগত নিরাপত্তার আন্তর্জাতিক স্বীকৃতির দাবীও জানান আইনমন্ত্রী।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৮ম জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা হয়।
সভায় শ্রম-প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, যেসব শ্রমিক নেতা সরকারের কার্যক্রম বাধাগ্রস্থ করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র করে, তাদের বিরদ্ধে সচেতনতা হওয়া দরকার। এসময় শ্রমিকদের সর্বোচ্চ সুরক্ষা দিতে মালিক-শ্রমিকের সচেতনতা বৃদ্ধিসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন আইনমন্ত্রী আনিসুল হক। শিল্প কল-কারখানা বৃদ্ধির পাশাপাশি কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরপত্তার কোন বিকল্প নেই বলেও জানান মন্ত্রী।