কর্মসংস্থান সৃষ্টিতে কৃষি জমি রক্ষা করেই শিল্পায়ন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:১৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
কৃষি জমি রক্ষা করে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ- বেজার গভর্নিং বডির সভায় এই নির্দেশ দেন তিনি। বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে কর্মকর্তাদের আরো তৎপর হওয়ার তাগিদ দেন শেখ হাসিনা।
অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষ-বেজার গভর্নিং বডির সপ্তম সভা প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গভর্নিং বডির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভায় যুক্ত হন।
প্রধানমন্ত্রী বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কৃষিনির্ভর অর্থনীতির পাশাপাশি শিল্পায়ন করতে হবে।
বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে অর্থনৈতিক অঞ্চলগুলোকে বিনিয়োগ বন্ধব করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। শিল্পায়নের ক্ষেত্রে কৃষি জমি ও জীববৈচিত্র রক্ষা করারও তাগিদ দেন তিনি।
কর্মসংস্থান সৃষ্টিতে শিল্পায়নে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সংশ্লিষ্টতে আরো উদ্যোগী হওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।