কর্মসুচি প্রত্যাহার করে কাজে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন রাষ্ট্রয়াত্ব পাটকলের শ্রমিকরা

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
টানা ৫ দিন অনশনের পর দাবি মেনে নেয়ার আশ্বাসে কর্মসুচি প্রত্যাহার করে শনিবার থেকে কাজে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন রাষ্ট্রয়াত্ব পাটকলের শ্রমিকরা।
গেল রাতে ঢাকায় শ্রম মন্ত্রণালয়ের বৈঠকে সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়। এরপর আন্দোলন কর্মসুচি থেকে সরে আসার ঘোষণা দেয় আন্দোলনরত শ্রমিকরা। রাতেই মিলগুলোর গেট থেকে শ্রমিকদের অবস্থান কর্মসুচি প্রত্যাহার করে নেয়া হয়। শ্রমিক নেতারা বলেন, এর আগেও বারবার দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হলেও বিজিএমসির অসহযোগীতায় তা বাস্তবায়ন হয়নি। এবারও তাই হলে আগামীতে রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসুচির হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।