কর্মসূচির শেষ দিনে আজ ঢাকায় সমাবেশ করবে বিএনপি
- আপডেট সময় : ০১:৫০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
কর্মসূচির শেষ দিনে আজ ঢাকায় সমাবেশ করবে বিএনপি। আজকের দিনকে ভোটহরণ দিবস হিসেবে চিহ্নিত করে ঢাকায় সমাবেশ করছে দলটি। এছাড়া আরো ৫ জেলায় রয়েছে বিএনপির সমাবেশ। ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ, খাগড়াছড়ি ও সিরাজগঞ্জে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সমাবেশ করেছে জেলা বিএনপি।
জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এরই মধ্যে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। প্রধান অতিথির বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটির নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান। দলের মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবস্থান করছেন ঠাকুরগাঁওয়ে। ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠের বিএনপির সমাবেশ শুরু হবে দুপুর ২টায়। অংশ নেবেন ব্যরিষ্টার মাহবুব উদ্দিন খোকন। এছাড়া, কিশোরগঞ্জ, খাগড়াছড়িতে সমাবেশ করবে জেলা বিএনপি। সিরাজগঞ্জ জেলা বিএনপি সমাবেশ হবে জেলার ইসলামীয়া সরকারি হাইস্কুল মাঠে।সমাবেশে প্রধান অতিথি থাকবেন ইকবাল হাসান মাহমুদ টুকু। লক্ষ্মীপুর জেলা বিএনপির সমাবেশ যোগ দেবেন আমির খসরু মাহমুদ চৌধুরী ও আবুল খায়ের ভূঁইয়া। এর মধ্য দিয়ে শেষ হচ্ছে ৮ দিনের কর্মসূচি।