১২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি
- আপডেট সময় : ০৭:১৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭০৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে ১২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল শুরু হওয়া এই কর্মসূচি চলবে ৩ অক্টোবর পর্যন্ত। ঢাকাসহ দেশের বিভিন্ন মহানগর-জেলায় সমাবেশ, রোডমার্চ ও দোয়া মাহফিল দিয়ে সাজানো হয়েছে কর্মসূচি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব আরো জানান, প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।
সরকার পতনের এক দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ তথ্য জানাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুরুতেই মহাসচিবের পক্ষে টানা কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আরেক স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই এ সরকারের পতন ঘটাবে। শান্তিপূর্ণ আন্দোলনে দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারী দেন দলের মহাসচিব।
চেয়ারপার্সন খালেদা জিয়া শারীরিকভাবে ভীষণ অসুস্থ জানিয়ে তাঁকে উন্নত চিকিৎসা জন্য বিদেশি পাঠানো ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে দেশ ও গনতান্ত্রিক বিশ্ব উদ্বিগ্ন বলেও জানান মির্জা ফখরুল।