কর্মহীন, দুস্থ-অসহায় মানুষের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত
- আপডেট সময় : ০৮:১১:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
করোনার প্রার্দুভাবে দেশব্যাপী কর্মহীন, দুস্থ-অসহায় মানুষের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে বিভিন্ন সংগঠন, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন। এছাড়া ভ্রাম্যমাণ চিকিৎসা সেবাও প্রদান করা হচ্ছে।
গোপালগঞ্জের মুকসুদপুরে সাবেক মন্ত্রী ও গোপালগঞ্জ-০১ আসনের এমপি অবসরপ্রাপ্ত লে: কর্ণেল ফারুক খানের পক্ষে তিন সহস্রাধিক অসহায় ও দু:স্থ মানুষের মাঝে ঈদ উপহার শাড়ী ও লুঙ্গি বিতরণ করেছেন তার মেয়ে কানতারা খান।
খুলনা মহানগরীর নিম্ন আয়ের মানুষদের মাঝে করোনা মোকাবিলায় ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল।
তিন শতাধিক কর্মহীন মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন ময়মনসিংহে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি শহীদুল আমিন খসরু। নগরীর গঙ্গাদাস গুহ রোডের দলীয় কার্যালয়ে এসব মানুষের মাঝে জনপ্রতি ১ বস্তা করে চাল বিতরণ করেন তিনি।
করোনা পরিস্থিতিতে বাগেরহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াদার পক্ষ থেকে সুফলভোগীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সকালে সদর উপজেলার বিএসসি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২৫০টি পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম।
নোয়াখালীর বাটাইয়া ইউনিয়নে আমেরিকা প্রবাসী ড. রাজু ভৌমিক ও রিয়াদ চৌধুরীর পক্ষ থেকে অসহায়, দুস্থ ও কর্মহীন ৫’শত পরিবারের মাঝে খাদ্য উপহার বিতরণ করেন ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন শাহীন।
কুড়িগ্রামে করোনা পরিস্থিতি ও রমজানে কর্মহীন ৫ হাজার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন আওয়ামীলীগ নেতা মো: মোস্তাফিজার রহমান সাজু। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু।
জামালপুরে কর্মহীন ২শ ৫০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে যুবদল।
ঝিনাইদহের আদর্শপাড়ায় ৩শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত আসনের এমপি খালেদা খানম।
গাইবান্ধায় দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে ত্রাণ বিতরণ করেছে জুম বাংলাদেশ।কর্মহীন মানুষের মাঝে সবজিসহ চাল, ডাল, তেল বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়েছে। শহরের ষ্টেশন কনোলীতে জেলা পুলিশ সুপার এসব সামগ্রী বিতরণ করা হয়।
বেসরকারী প্রতিষ্ঠান অকোটেক্স গ্রুপের পক্ষে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসেন ২ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।