কর্মী সংকটে জার্মানির কারাগার
- আপডেট সময় : ০৪:০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৮৩ বার পড়া হয়েছে
কর্মী সংকটে ভুগছে জার্মানির কারাগারগুলো। দেশটির বিভিন্ন কারাগারে এই মুহূর্তে দুই হাজার কর্মীর ঘাটতি রয়েছে।
জার্মানির বিভিন্ন শ্রমখাতে কর্মী সংকটের কথা দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে বিদেশি কর্মীদের জার্মানির শ্রমবাজারে যুক্ত করার প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার।
জার্মানির ফেডারেশন অব প্রিজন সার্ভিস এমপ্লয়িজ জানায়, দেশজুড়ে বিভিন্ন কারাগারে মোট দুই হাজার পদ খালি রয়েছে।
তবে ট্রেড ইউনিয়নের প্রধান রেনে ম্যুলারের মতে, খালি পদের সংখ্যা মূলত অনেক বেশি। তিনি বলেন, সম্পূর্ণ কারাগার ব্যবস্থাপনাকে বিবেচনায় নিয়ে কর্মী সংকট হিসাব করলে এই সংখ্যা দ্বিগুণ হবে।”
“কিন্তু খালি এই পদগুলোর বিপরীতে আমরা কোনো আবেদন পাচ্ছি না,” বলেন তিনি।
জার্মানির ফেডারেল স্ট্যাটেস্টিকস অফিসের তথ্য অনুযায়ী, গত বছরের জুন মাস পর্যন্ত সময়ে জার্মানির বিভিন্ন কারাগারে মোট বন্দির সংখ্যা ৫৬ হাজার। রেনে ম্যুলারের মতে, দেশের কারাগারগুলোতে মোট স্টাফ সংখ্যা ৩৮ হাজার।
কর্মী ঘাটতির ফলে কারাগারগুলোতে কার্যক্রম ব্যহত হচ্ছে বলে জানান ট্রেড ইউনিয়নের প্রধান।
তিনি বলেন, “কারাগারে থাকা ব্যক্তিদের সংশোধনের বিষয়টি এখন শুধু কাগজপত্রেই রয়েছে। এই কাজটি কারারক্ষীদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু একজন কমীকে যদি ৭০ জনের দায়িত্ব নিতে হয় তাহলে আর কী বলার থাকে।”
এদিকে সংশোধনাগরগুলোতে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে। ম্যুলার বলেন, “মানসিক রোগীদের জন্য আর জায়গা নেই।”
তাছাড়া জার্মানির কারাগারে জঙ্গি গোষ্ঠী আইএসের সাবেক সমর্থকরাও রয়েছে। উগ্রপন্থি ও বিপজ্জনক বন্দিদের জন্য কেন্দ্রীয়ভাবে আটককেন্দ্র তৈরির পরামর্শ দেন ম্যুলার।
ডয়চে ভেলে