কলেজ শিক্ষার্থী মুনিয়ার মৃত্যুর ঘটনায় আসামীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়া মরদেহ উদ্ধারের ঘটনার আসামী যেই হোক তার বিরুদ্ধে আইন অনুযায়ীই ব্যবস্থা নেয়া হবে। এমনটাই জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। দুপুরে ধানমন্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। জানান, রাজধানীর শাপলা চত্বর তাণ্ডবের পুনরাবৃত্তি ঘটাতেই দেশজুড়ে সহিংসতা চালিয়েছে হেফাজতে ইসলাম।
গত সোমবার সন্ধ্যায় রাজধানীর অভিজাত এলাকা গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় আত্মহত্যা প্ররোচনায় মামলা দায়ের করে নিহতের পরিবার। তবে, মামলায় একমাত্র আসামী করা হয় বসুন্ধুরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে।
মুনিয়ার মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে ঘাতককে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনরা ।
বুধবার দুপুরে ধানমন্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান আসামী যেই হোক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এসময় হেফাজত প্রসঙ্গেও নানা প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
জানান, হেফাজতে ইসলামের অর্থদাতাদের বিষয়েও খতিয়ে দেখছে সরকার।