কষ্টে পড়েছেন, খেটে খাওয়া ৬ কোটি নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ
- আপডেট সময় : ০৮:৩৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
করোনা ঠেকাতে সরকার ঘোষিত সাধারণ ছুটি পালনের কর্মহীন এক মাসেই মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে দেশের নানা শ্রেণিপেশার মানুষের মাঝে। সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন, খেটে খাওয়া ৬ কোটি নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে অঘোষিত লকডাউনে বাধ্য হয়েই এদের অনেকে নামছেন রাস্তায়। কিন্তু সবকিছু বন্ধ থাকায় তারা প্রয়োজনীয় কাজও পাচ্ছেন না। ফলে তাদের কর্মসংস্থান বাঁচাতে লকডাউন খোলার চাপ বাড়ছে। ওদিকে করোনা সংক্রমণ ও অকাল মৃত্যু এড়াতে মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে টহল জোরদার করেছে সেনাবাহিনীও। ফলে জীবন ও জীবিকার সংঘাতে উভয় সংকটে পড়েছে সরকার ও জনগণ।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ পেরিয়েছে একমাস। কিন্তু ঢিলেঢালা লকডাউনের কারণে দেশে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা দিন দিনই বাড়ছে। তাই সাধারণ ছুটির মেয়াদ আমাগী ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
এমন পরিস্থিতিতে সবচেয়ে সংকটে পড়েছেন, সারাদেশের অন্তত ৬ কোটি নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। জীবন বাঁচাতে, জীবিকার খোঁজে বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে তারা বের হচ্ছেন ঘরের বাইরে।
এদিকে করোনা সংক্রমণ থেকে দেশবাসীকে রক্ষা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে রাজধানীসহ সারাদেশে তৎপর সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অতি জরুরী প্রয়োজনের প্রমাণ ছাড়া যারা ঘর থেকে বের হচ্ছেন, তাদের জরিমানা করছে ভ্রাম্যমান আদালত। ফলে উভয় সংকটে ভোগান্তিতে পড়ছে ত্রাণহীন কর্মজীবী মানুষ।
দরিদ্র মানুষের জীবন বাঁচাতে জীবিকাই বড় হয়ে ওঠায় তারা এখন মৃত্যুকেও পরোয়া করতে পারছে না। যা ডেকে আনছে আরো নতুন মৃত্যু।