কাঁচাবাজারের উচ্চমূল্যে যাঁতাকলে মলিন ঈদ আনন্দ
- আপডেট সময় : ০২:২৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
ঈদে দ্বিতীয় দিনে কাঁচাবাজারে উচ্চমূল্যের যাঁতাকলে মলিন ঈদ-আনন্দ। কাঁচামরিচের কেজি উঠেছে ৬শ’ থেকে ৭শ’ টাকায়। টানা বর্ষণ ও আমদানি কম হওয়ায় কাওরানবাজার বর্তমানে কাঁচামরিচ শূণ্য বলে জানান ব্যবসায়ীরা। চড়া দামের কারণে রান্নার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ কাচামরিচ কিনতে অসহায় ক্রেতারা।
উৎসবের আনন্দের মাঝে ষাটোর্ধ জুয়েল হোসেন ঈদের পরদিন কাওরানবাজারে কাচামরিচ কিনতে এসে দেখেন ইতিহাসের বিস্ময়। কাচামরিচের কেজি উঠেছে ৭শ’ টাকায়।
নিত্যপণ্যের চড়া দামে মরিচের এমন ঝাঁঝালো রূপে জুয়েল হোসেনের মতো অনেকেই খাচ্ছেন হিমশিম। নিত্যপণ্যের বাজারে সবজির দাম স্বাভাবিক থাকলেও কাচামরিচের সাথে বাড়তি আদাসহ সব মশলার দামও। কাঁচামরিচের অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানালেন বিক্রেতারা। ঈদের আগের রাত থেকেই বাজার প্রায় কাঁচামরিচ শূন্য।
সিন্ডিকেটের অভিযোগকে পেছনে ফেলে প্রচন্ড রোদে উৎপাদন কমা আর টানা বর্ষায় ক্ষেতের বাকি মরিচ নষ্ট হওয়ায় সরবরাহের ঘাটতিকে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য দায়ী করেন ব্যবসায়ীরা। কাঁচা মরিচের অযৌক্তিক দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার আমদানী শুরু করলেও ঈদের ছুটিতে পরিবহন ও সরবরাহে ধীরগতি চলছে বলে জানান সংশ্লিষ্টরা।