কাঁচা মরিচের উর্ধ্বমূল্যে অস্থির বাজার
- আপডেট সময় : ০১:২৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
- / ১৭৫২ বার পড়া হয়েছে
কাঁচা মরিচের উর্ধ্বমূল্যে অস্থির বাজার। একদিনের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে আরও ২০ থেকে ৪০ টাকা। খুচরা ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারে কাঁচা মরিচের সরবরাহে সংকট থাকায় দাম বেড়েছে। আমদানি হলে দাম কমবে বলেও জানায় ব্যবসায়ীরা। এদিকে বাজারে আদায় ৭০ থেকে ৮০ আর রশুনের কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। স্থিতিশলীল চাল ও মাংসের দাম। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে আরো জানাচ্ছেন হেদায়েত উল্যাহ সীমান্ত।
সম্প্রতি দেশের বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক হারে বেড়ে যায়। রাজধানীর কোথাও কোথাও শুরুতে ৬০০-৮০০ টাকা কেজিতে বিক্রি হতে থাকে রান্নার জন্য গুরুত্বপূর্ণ এ উপকরণটি। এ পরিস্থিতি মোকাবিলায় ভারত থেকে কাঁচা মরিচ আমদানিও করে সরকার।
কিন্তু এর প্রভাব কয়েক দিনেই শেষ।
রাজধানীর কারওয়ান বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা। যা পড়া মহল্লার বাজারে বিক্রি হচ্ছে ৩ শ থেকে ৩শ ২০ টাকায়। ঠিক দু’দিন আগে রাজধানীতে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২০০ থেকে ২৪০
ক্রেতারা বলছেন বাজারে আড়াইশ গ্রামের নিচে কাঁচা মরিচ বিক্রি বন্ধ করে দিয়েছে বিক্রেতারা।
ব্যবসায়ীরা জানান আমদানি করা মরিচ শেষ, এখন বৃষ্টি ও বন্যার কারণে সরবরাহ কম তাই বাজারে মরিচ সংকট। সে কারণেই দাম কিছুটা বাড়তি।
কেজিতে ২০ থেকে ৩০ টাকা করে বেড়েছে সব ধরনের সবজির দাম।
গত সপ্তাহের তুলনায় বয়লার মুরগি ও সোনালী মুরগিতেও কেজিতে বেড়েছে ২০ টাক করে।
এদিকে,বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে আদা ও রশুনের দাম। রুশুন কেজি বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা আর আদায় বেড়েছে ৭০ থেকে ৮০ টাকা।
স্থিতিশীল আছে চালের বাজার।
কেজিতে ২০ টাকা করে বেড়েছে সব ধরনের মাছের দাম।
কেজিতে ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস।
নিত্যপণ্যের বাজার এমন অস্থিরতা নিরসনে সরকারকে আরো উদ্যোগি হবে বলে প্রত্যাশা ভোক্তাদের।